মিরাস বণ্টন

পরিত্যক্ত সম্পত্তি ,মিরাসের বিধি-বিধান ,মিরাস বণ্টন

Fatwa No :
3
| Date :
2024-10-16
মুআমালাত / পরিত্যক্ত সম্পত্তি / মিরাসের বিধি-বিধান

মিরাস বণ্টন

জনাব নুরুল ইসলাম সাহেব ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সময় ওয়ারিশ হিসেবে এক স্ত্রী, এক ছেলে এবং এক মেয়েকে রেখে গেছেন। আর মা-বাবা পূর্বেই ইন্তেকাল করেছেন। জানার বিষয় হচ্ছে শরীয়ত মুতাবেক কে কতটুকু অংশ পাবে ?

الجوابُ حامِدا ًو مُصلیِّا ً و مُسلِماً

প্রশ্নকারীর পিতা জনাব মরহুম নুরুল ইসলাম সাহেবের পরিত্যক্ত সম্পদ শরীয়তের মূলনীতি অনুযায়ী এভাবে বণ্টন করা হবে যে মরহুম ইন্তেকালের সময় নগদ টাকা, স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি, স্বর্ণ-রূপা ও ঘরের ছোট-বড় আসবাবপত্রসহ যা কিছু তার মালিকানাধীন রেখে গেছেন সবকিছু তার পরিত্যক্ত সম্পদ। যা থেকে কার্পন্য ও অপচয় ব্যতীত প্রথমে মৃতব্যক্তির কাফন-দাফনের ব্যবস্থা করা হবে। তারপর মৃতব্যক্তির ঋণ থাকলে অথবা স্ত্রীর মহর আদায় না করে থাকলে সমুদয় সম্পদ থেকে তা আদায় করতে হবে। অতপর মৃতব্যক্তি জায়েয কোন অসিয়ত করে থাকলে এক-তৃতীয়াংশ সম্পদ থেকে তা পূর্ণ করবে। এরপর যা অবশিষ্ট থাকবে সেটাকে চব্বিশ (২৪) ভাগে ভাগ করতে হবে। যা থেকে মৃতব্যক্তির স্ত্রী জনাবা হাসনা বেগমকে তিন (৩) ভাগ, ছেলে জনাব আবুল হাসান রানাকে চৌদ্দ (১৪) ভাগ এবং মেয়ে জনাবা তাহমিনা আক্তারকে সাত (৭) ভাগ দেওয়া হবে। অধিক সহজের জন্য শতকরা কে কত পাবে তাও লিখে দেওয়া হচ্ছে-

সর্বমোট ২৪ ভাগ

শতকরাপ্রাপ্ত অংশ প্রাপ্তঅংশ ওয়ারিশ
১২.৫ ৩ স্ত্রি
৫৮.৩৩৩ ১৪ ছেলে
২৯.১৬৬ ৭ মেয়ে

আর আল্লাহই সর্বাধিক জ্ঞানী
দারুল ইফতা জামিয়া বিনোরিয়া আলমিয়া

Fatwa No 3 Verify Now
1     7
Related Fatawa Related Fatawa
...
Related Topics Relative Topics