মিরাস বণ্টন

পরিত্যক্ত সম্পত্তি ,মিরাসের বিধি-বিধান ,মিরাস বণ্টন

Fatwa No :
155
| Date :
2025-09-15
মুআমালাত / পরিত্যক্ত সম্পত্তি / মিরাসের বিধি-বিধান

মিরাস বণ্টন

আসসালামু আলাইকুম! মুহতারাম মুফতি সাহেব! জনাব নুরুল ইসলাম সাহেব ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সময় ওয়ারিশ হিসেবে ৭ ছেলে, ২ মেয়ে এবং একজন স্ত্রীকে রেখে গেছেন। বর্তমানে তার পরিত্যক্ত সম্পদ হিসেবে ৪ লক্ষ টাকা আছে। আর মরহুমের মা-বাবা পূর্বেই ইন্তেকাল করেছেন । এখন জানার বিষয় হচ্ছে শরীয়ত মুতাবেক উক্ত টাকা থেকে কে কত টাকা পাবে? দয়া করে জানাবেন ।

الجوابُ حامِدا ًو مُصلیِّا ً وَمُسَلِّمًا

জনাব মরহুম নুরুল ইসলাম সাহেবের যদি শুধুমাত্র উল্লিখিত ওয়ারিশগনই তার ইন্তেকালের সময় ওয়ারিশ হিসেবে বিদ্যমান থাকে, অন্য কোন ওয়ারিশ না থাকে এবং কার্পন্য ও অপচয় ব্যতীত মৃতব্যক্তির কাফন-দাফনের ব্যবস্থা করা, ঋণ থাকলে অথবা স্ত্রীর মহর আদায় না করে থাকলে সমুদয় সম্পদ থেকে তা আদায় করা এবং তার জায়েয কোন অসিয়ত থাকলে এক-তৃতীয়াংশ সম্পদ থেকে তা পূর্ণ করার পর যদি প্রশ্নোল্লিখিত ৪ লক্ষ টাকাই অবশিষ্ট থেকে থাকে। তাহলে শরীয়তের মূলনীতি অনুযায়ী প্রশ্নোক্ত টাকা থেকে মৃতব্যক্তির স্ত্রী পাবে (৫০,০০০) পঞ্চাশ হাজার টাকা, প্রত্যেক ছেলে পাবে (৪৩,৭৫০) তেতাল্লিশ হাজার সাত শত পঞ্চাশ টাকা এবং প্রত্যেক মেয়ে পাবে (২১,৮৭৫) একুশ হাজার আটশত পঁচাত্তর টাকা।

واللہ تعالی أعلم بالصواب
عاشق بن سيف الإسلام عُفی عنه
دار الإفتاء الجامعة البنورية الإسلامية

Fatwa No 155 Verify Now
1     28
Related Fatawa Related Fatawa
...
Related Topics Relative Topics